ডিশ সংযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রলীগ নেতাসহ আহত ৬
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৬:৪১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় ডিশের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষে ছাত্রলীগের সভাপতিসহ ছয়জন আহত হয়েছেন। উপজেলার মনিগ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ডিশ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুকুল হোসেন ও আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার মুকুল হোসেন আটঘরি ঘোষপাড়া গ্রামের পিন্টুর বাড়িতে ডিশের সংযোগ দেন। আফাজ উদ্দিনের পক্ষের শাহিন হোসেন এ সংযোগ বিছিন্ন করে দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক, উত্তেজনা, পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ হয়।
এতে মনিগ্রাম দক্ষিণপাড়া গ্রামের শাকিল আহমেদ (২৪), ইউনুস আলী (৫০), উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বলিহার গ্রামের সোহানুর রহমান সোহাগ (২৫), আনারুল ইসলাম (২৮), শাহাবুল ইসলাম (৩৫) ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল হোসেন (৪০) আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ইউনুস আলী ও আনারুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ বিষয়ে মনিগ্রামের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ডিশের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মুকুল হোসেন ও আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।
মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগের মূলধারার যারা রাজনীতি করে তাদের বাইরের কিছু লোকজন অযৌক্তিকভাবে বাধা দিয়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে উভয় পক্ষই চলে যায়। সাময়িকের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
