ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, গরুভর্তি ট্রাক উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৬:৪৩ পিএম
পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে গরুবোঝাই ট্রাক ডাকাতি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রূপগঞ্জে ডিবি (গোয়েন্দ পুলিশ) পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে গরুবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া ১৯টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
এর আগে গত সোমবার ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে ফ্লাইওভার এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে গরু ব্যবসায়ী জমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন- তোফ মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬), মোজাম্মেল (২৬)। তারা রূপগঞ্জ, ডেমরা ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।
গরু ব্যবসায়ী জমির হোসেন জানান, তিনিসহ নুরনবী, মোবারক বেপারী, জলিল মিয়া ও রিমন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছেন। তাদের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়। গত ৫ মার্চ বিকালে দিনাজপুরের রানীশংকর থানার নেক মুরাদ হাট থেকে ১১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে ১৫টি গরু ক্রয় করেন। পরে গরুগুলো ট্রাকবোঝাই করে দিনাজপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন।
গত সোমবার ভোরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অবস্থিত এশিয়ান হাইওয়ে সড়কের ফ্লাইওভার অতিক্রমের পর ৭-৮ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র হাতে নিজেদের ডিবির পরিচয় দেন। পরে ট্রাকচালক জাহাঙ্গীর হোসেনকে কাগজপত্র দেখার নামে পিস্তল ঠেকিয়ে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে দেয়। তিনিসহ গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে তাদেরও রাস্তার পাশে ফেলে দিয়ে গরুবোঝাই ট্রাক নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে গরু ব্যাবসায়ী জমির হোসেন রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ও ইন্সপেক্টর আতাউর রহমান ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামেন।
একপর্যায়ে ৭ মার্চ ভোরে ঢাকার ডেমরা থানার সারুলিয়া বাজারের মুরাদ কসাইয়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের ওই ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতি হওয়া ওই ১৫টিসহ বিভিন্ন জায়গায় ডাকাতি হওয়া আরও চারটি গরুসহ সর্বমোট ১৯টি গরু উদ্ধার করা হয়।
ডাকাতি হওয়া গরু উদ্ধার ও আসামি গ্রেফতার করায় রূপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান গরু ব্যবসায়ীরা।
ওসি সায়েদ বলেন, গ্রেফতাররা এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন মহাসড়কে ডিবি পুলিশ ও র্যাকব পরিচয়ে গরু ও মালবাহী ট্রাক এবং বিদেশ ফেরত যাত্রীসহ বিভিন্ন যানবাহনে ভয়ভীতি প্রদর্শন করে লুণ্ঠন করে নিত।
