Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের সহযোগিতায় ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ

Icon

কুমিল্লা ব্যুরো/কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৯:৪৪ পিএম

ছাত্রদলের সহযোগিতায় ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ

কুবি ছাত্রলীগের তিন নেতার ওপর হামলার প্রতিবাদে বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।  ছবি: যুগান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে স্থানীয় ছাত্রদল নেতা ও বহিরাগতদের সহায়তায় তিন ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিন কনফেকশনারির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুবি শাখা ছাত্রলীগের একাংশ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদারের নেতৃত্বে বহিরাগত, কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস এবং অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাওসার হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, কুবিতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।  এরই মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।  বুধবার দুপুরে ছাত্রলীগের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সালমান, সাদ্দাম, সায়েমসহ কয়েকজন আল আমিনের দোকানে বসে নাস্তা করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ছাত্রদলের একটি গ্রুপ নিয়ে ছাত্রলীগ নেতা রেজা-ই-এলাহী সমর্থিত ১০-১২ নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয় ও বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান আহত হন। হামলায় এনায়েত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। রোহানের হাত ভেঙে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হামলায় নেতৃত্ব দানকারী বিপ্লব চন্দ্র দাসের মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

ভুক্তভোগী সালমান বলেন, স্থানীয় এক ছাত্রদল নেতার সহযোগিতায় ছাত্রলীগ নেতা ও হত্যা মামলার আসামি বিপ্লব চন্দ্র দাসের নেতৃত্বে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়।

কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন বলেন, খুনি বিপ্লব ও ছাত্রদলের লোকজন কিভাবে একজন হল ছাত্রলীগের সেক্রেটারিকে মারধর করে?

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসএম আতিকুউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আমি উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি। বহিরাগতরা যেহেতু আক্রমণ করেছে তাই আমরা তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করব। 

ছাত্রদল ছাত্রলীগ কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম