জমিরের জীবনের যত গান ও প্রবাসে মেঘ জোৎস্না নিয়ে প্রবাসীদের উচ্ছ্বাস
এবারের বইমেলায় প্রবাসী লেখক ও সাংবাদিক জমির হোসেনের দ্বিতীয় গ্রন্থ ‘জীবনের যত গান’ প্রকাশিত হয়েছে।২০২০ সালে একুশের বইমেলায় লেখকের প্রথম গ্রন্থ প্রবাসে ‘মেঘ জোৎস্না’ গ্রন্থটি দেশে-বিদেশে প্রশংসিত হয়।
এরই ধারাবাহিকতায় এবারের বইটি গীতিকাব্য দিয়ে সাজানো। দেশি-বিদেশি পাঠকের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। পরে ইতালীয়সহ অন্যান্য ভাষায় অনুবাদ করার পরিকল্পনা রয়েছে বলে জানান লেখক।
ফেলে আসা জীবনের অতীত, বর্তমান অনেক স্মৃতি আনন্দ-বেদনা। এমন ভাবনা থেকেই লেখক জমির হোসেন তার দীর্ঘ প্রবাস-যাপনের অভিজ্ঞতা থেকে লিখেছেন জীবনের যত গান ও প্রবাসের মেঘ-জ্যোৎস্না বই দুটি।
ইউরোপ-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জমির হোসেন তার দীর্ঘ প্রবাস জীবনের নানা অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা সোয়া কোটি প্রবাসী বাংলাদেশির কথা পাঠকের সামনে তুলে ধরেছেন।
তাই তার এ দুটি বই সম্পর্কে কিছু কথা লিখতে বসলাম। এর আগে আমি কখনো কোনো গ্রন্থ নিয়ে লেখার সাহস করিনি। যেখানে একটি পৃষ্ঠা লিখতে শুরু হয় দম বন্ধ হওয়ার উপক্রম: ‘গ্রন্থ সমালোচনা’ বলতে যা বোঝায়, তা কিন্তু নয়। আমি শুনেছি যারা ‘বই নিয়ে আলোচনা-সমালোচনা’ করে থাকেন বা লেখেন তারা বই রচয়িতার চেয়ে বেশি পাণ্ডিত্য রাখেন। সাহিত্য সম্পর্কে আমার জ্ঞান অতি সীমিত, কোনও কালে ছিল না এবং এখনও নেই।
অতএব বই-পুস্তক নিয়ে আলোচনা বা সমালোচনা করার সাহস কিংবা শক্তি কোনোটাই আমার নেই।
দীর্ঘকাল প্রবাসে থেকেও মাতৃভূমির সঙ্গে লেখক জমির হোসেনের এক ধরনের নাড়ির টান রয়েই গেছে। তার লেখালেখির বিষয়বস্তুও তার প্রমাণ বহন করে। যুগান্তর ও জাগো নিউজের কল্যাণে লেখকের সঙ্গে আমার পরিচয় ইউরোপ পাড়ি দেওয়ার আগে থেকেই।
লেখক তার প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা সোয়া কোটি বাংলাদেশির কথা কিছুটা হলেও পাঠকের সামনে তুলে ধরেছেন। লেখাগুলো সুপাঠ্য, ভাষা প্রাঞ্জল এবং মার্জিত। লেখার যে বিষয়টা আমাকে অবাক করেছে তা হলো, সামাজিক অসঙ্গতি, হানাহানি-মৃত্যু ইত্যাদি বেশ কিছু বিষয় চমৎকার ভাবে তুলে ধরেছেন।
দ্বিতীয় বইটি সম্প্রতি অমর একুশে বই মেলায় প্রকাশিত গ্রন্থ ‘জীবনের যত গান’। এবারের এই বইটি গীতিকাব্য দিয়ে সাজানো নামটি শুনতে অনেকটা রোমান্টিক। এটি কোনও গল্প বা উপন্যাস বা প্রবন্ধ সংকলন নয়। অনেকটা আত্মজীবনীর মতো, আবার আত্মজীবনীও নয় ঠিক লেখক প্রবাসের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার কথা ফুটিয়ে তুলেছেন। দেশি-বিদেশি পাঠকের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে।
লেখকের ভাষায় ‘সুন্দর পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। একটি বই একজন মানুষকে পরিবর্তন করতে পারে খুব সহজে।
আশা করি পাঠকদের ভালো লাগবে। এছাড়া এই বইয়ের একটি কবিতা এরই মধ্যে গানের জন্য রেকর্ডিং করা হয়েছে। খুব শিগগিরই তা মুক্তি পাবে। রোমান্টিক ধাচের এ গানের সুর করেছেন তরুণ সুরকার মুরাদ নুর, সঙ্গীত আয়োজনে মুশফিক লিটু এবং গেয়েছেন শিল্পী রুনা বিক্রমপুরী।
২০২০ সালে লেখকের প্রথম অর্থবহ প্রকাশনা ‘প্রবাসে মেঘ জোৎস্না’ নামক ৯৬ পৃষ্ঠার প্রথম গ্রন্থটির মতো এবারও লেখকের দ্বিতীয় চমৎকার গীতিকাব্য ‘জীবনের যত গান’ গন্থটির শুভেচ্ছা মূল্য মাত্র ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
দেশ ও প্রবাস জীবনের সংকট,আশা-নিরাশা, ভ্রমণ, সাহিত্য-সংস্কৃতি সাবলীলভাবে প্রতিফলিত হয়েছে বই দুটোয়। রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজ জীবনের দুর্লভ সবকিছুর রয়েছে সরল বয়ান। এই বই দুটোই প্রবাস জীবনের আবেগ-উচ্ছ্বাসের পাশাপাশি প্রবাসীদের আরও বেশি জানতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
জমিরের জীবনের যত গান ও প্রবাসে মেঘ জোৎস্না নিয়ে প্রবাসীদের উচ্ছ্বাস
কবির আল মাহমুদ, স্পেন থেকে
০৮ মার্চ ২০২৩, ২৩:০৫:০০ | অনলাইন সংস্করণ
এবারের বইমেলায় প্রবাসী লেখক ও সাংবাদিক জমির হোসেনের দ্বিতীয় গ্রন্থ ‘জীবনের যত গান’ প্রকাশিত হয়েছে।২০২০ সালে একুশের বইমেলায় লেখকের প্রথম গ্রন্থ প্রবাসে ‘মেঘ জোৎস্না’ গ্রন্থটি দেশে-বিদেশে প্রশংসিত হয়।
এরই ধারাবাহিকতায় এবারের বইটি গীতিকাব্য দিয়ে সাজানো। দেশি-বিদেশি পাঠকের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। পরে ইতালীয়সহ অন্যান্য ভাষায় অনুবাদ করার পরিকল্পনা রয়েছে বলে জানান লেখক।
ফেলে আসা জীবনের অতীত, বর্তমান অনেক স্মৃতি আনন্দ-বেদনা। এমন ভাবনা থেকেই লেখক জমির হোসেন তার দীর্ঘ প্রবাস-যাপনের অভিজ্ঞতা থেকে লিখেছেন জীবনের যত গান ও প্রবাসের মেঘ-জ্যোৎস্না বই দুটি।
ইউরোপ-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জমির হোসেন তার দীর্ঘ প্রবাস জীবনের নানা অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা সোয়া কোটি প্রবাসী বাংলাদেশির কথা পাঠকের সামনে তুলে ধরেছেন।
তাই তার এ দুটি বই সম্পর্কে কিছু কথা লিখতে বসলাম। এর আগে আমি কখনো কোনো গ্রন্থ নিয়ে লেখার সাহস করিনি। যেখানে একটি পৃষ্ঠা লিখতে শুরু হয় দম বন্ধ হওয়ার উপক্রম: ‘গ্রন্থ সমালোচনা’ বলতে যা বোঝায়, তা কিন্তু নয়। আমি শুনেছি যারা ‘বই নিয়ে আলোচনা-সমালোচনা’ করে থাকেন বা লেখেন তারা বই রচয়িতার চেয়ে বেশি পাণ্ডিত্য রাখেন। সাহিত্য সম্পর্কে আমার জ্ঞান অতি সীমিত, কোনও কালে ছিল না এবং এখনও নেই।
অতএব বই-পুস্তক নিয়ে আলোচনা বা সমালোচনা করার সাহস কিংবা শক্তি কোনোটাই আমার নেই।
দীর্ঘকাল প্রবাসে থেকেও মাতৃভূমির সঙ্গে লেখক জমির হোসেনের এক ধরনের নাড়ির টান রয়েই গেছে। তার লেখালেখির বিষয়বস্তুও তার প্রমাণ বহন করে। যুগান্তর ও জাগো নিউজের কল্যাণে লেখকের সঙ্গে আমার পরিচয় ইউরোপ পাড়ি দেওয়ার আগে থেকেই।
লেখক তার প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা সোয়া কোটি বাংলাদেশির কথা কিছুটা হলেও পাঠকের সামনে তুলে ধরেছেন। লেখাগুলো সুপাঠ্য, ভাষা প্রাঞ্জল এবং মার্জিত। লেখার যে বিষয়টা আমাকে অবাক করেছে তা হলো, সামাজিক অসঙ্গতি, হানাহানি-মৃত্যু ইত্যাদি বেশ কিছু বিষয় চমৎকার ভাবে তুলে ধরেছেন।
দ্বিতীয় বইটি সম্প্রতি অমর একুশে বই মেলায় প্রকাশিত গ্রন্থ ‘জীবনের যত গান’। এবারের এই বইটি গীতিকাব্য দিয়ে সাজানো নামটি শুনতে অনেকটা রোমান্টিক। এটি কোনও গল্প বা উপন্যাস বা প্রবন্ধ সংকলন নয়। অনেকটা আত্মজীবনীর মতো, আবার আত্মজীবনীও নয় ঠিক লেখক প্রবাসের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার কথা ফুটিয়ে তুলেছেন। দেশি-বিদেশি পাঠকের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে।
লেখকের ভাষায় ‘সুন্দর পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। একটি বই একজন মানুষকে পরিবর্তন করতে পারে খুব সহজে।
আশা করি পাঠকদের ভালো লাগবে। এছাড়া এই বইয়ের একটি কবিতা এরই মধ্যে গানের জন্য রেকর্ডিং করা হয়েছে। খুব শিগগিরই তা মুক্তি পাবে। রোমান্টিক ধাচের এ গানের সুর করেছেন তরুণ সুরকার মুরাদ নুর, সঙ্গীত আয়োজনে মুশফিক লিটু এবং গেয়েছেন শিল্পী রুনা বিক্রমপুরী।
২০২০ সালে লেখকের প্রথম অর্থবহ প্রকাশনা ‘প্রবাসে মেঘ জোৎস্না’ নামক ৯৬ পৃষ্ঠার প্রথম গ্রন্থটির মতো এবারও লেখকের দ্বিতীয় চমৎকার গীতিকাব্য ‘জীবনের যত গান’ গন্থটির শুভেচ্ছা মূল্য মাত্র ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
দেশ ও প্রবাস জীবনের সংকট,আশা-নিরাশা, ভ্রমণ, সাহিত্য-সংস্কৃতি সাবলীলভাবে প্রতিফলিত হয়েছে বই দুটোয়। রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজ জীবনের দুর্লভ সবকিছুর রয়েছে সরল বয়ান। এই বই দুটোই প্রবাস জীবনের আবেগ-উচ্ছ্বাসের পাশাপাশি প্রবাসীদের আরও বেশি জানতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023