Logo
Logo
×

সারাদেশ

স্বামীকে শিকলে বেঁধে নির্যাতন, স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১০:১৩ পিএম

স্বামীকে শিকলে বেঁধে নির্যাতন, স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে ইটভাটায় স্বামীকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন ও তার স্ত্রীকে (১৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই নারীর ডান হাতে সিগারেটের আগুন লাগিয়ে ছ্যাকা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন। বিকালে তিনি সদর মডেল থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনকে ঘটনাটি জানিয়েছেন।

এদিকে ৯৯৯ এ কল পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চররমনী গ্রামের বনফুল ব্রিকস এন্ড কোম্পানিতে (বিবিসি) অভিযানে যায়। 

নির্যাতিত স্বামী ভোলা জেলার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত নারী বাগেরহাট জেলার বাসিন্দা। তাদের সংসারে আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে। তারা চট্টগ্রাম আজিমপাড়ায় থাকেন। প্রায় ৩ মাস আগে ইটভাটাতে শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে তারা লক্ষ্মীপুরের উত্তর চররমনী গ্রামের বিবিসি ইটভাটাতে আসে। ইটভাটার পাশেই তারা একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন বলে জানা গেছে।  

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী চট্টগ্রামে আজিমপাড়া এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন। সম্পর্কীয় একজনের সঙ্গে তিন মাস আগে লক্ষ্মীপুরে ইটভাটায় কাজ করতে আসেন। তিনদিন আগে ওই লোক পালিয়ে যায়। মঙ্গলবার ইটভাটায় আসলে তার কাছ থেকে ওই লোকটির সন্ধান দিতে বলেন কয়েকজন। এতে ব্যর্থ হওয়ায় তারা স্বামীকে শিকল দিয়ে বেঁধে রাখে। দীর্ঘসময় ধরে ঘরে না ফেরায় স্বামীকে খুঁজতে ইটভাটায় যায় তার স্ত্রী। এরপর তার স্বামীর কাছে টাকা পাবে বলে জানায় ইটভাটা কর্তৃপক্ষ। টাকা পেলেই তাকে ছাড়বে বলেও জানিয়েছে। 

এছাড়া টাকা না দিতে পারলে তাদের সঙ্গে কুপ্রস্তাব দেওয়া হয়। পরে তিনি বাসায় চলে যান। পরদিন (বুধবার) গভীর রাতে কয়েকজন ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। একপর্যায়ে তারাই তার ডান হাতে সিগারেট আগুন লাগিয়ে ছ্যাকা দেয় বলে অভিযোগ করে ওই নারী জানিয়েছেন। 

ভুক্তভোগী নারী বলেন, আমরা অগ্রিম কোনো টাকা নিইনি। তবুও তারা আমার স্বামীকে বেঁধে রেখে নির্যাতন করেছে। আমি ছাড়াতে গেলে তারা আমাকে ধর্ষণ করে। নিরুপায় হয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ও স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিকদের জানায়। সাংবাদিকরা ঘটনাস্থল পৌঁছে আমার স্বামীকে বাঁধা অবস্থায় পেয়েছে।

বিবিসি ব্রিকসের সত্ত্বাধিকারী বাহার উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। আমি ঢাকায় আছি। বিস্তারিত বলতে পারছি না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম