Logo
Logo
×

সারাদেশ

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রটি আগের স্থানেই থাকবে: লক্ষ্মীপুরের পুলিশ সুপার

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১০:৪৪ পিএম

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রটি আগের স্থানেই থাকবে: লক্ষ্মীপুরের পুলিশ সুপার

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। ছবি: যুগান্তর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রটি আগের স্থানেই বহাল থাকবে। তবে কথা দিতে হবে তদন্ত কেন্দ্রটির নিজস্ব জমিতে অন্তত একটি টিনসেড ঘর হলেও আপনারা করে দিবেন। ভবিষ্যতে এখানে স্থায়ীভাবে পাকা ভবন নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরমার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কমলনগর থানা প্রশাসন আয়োজিত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিট পুলিশিংয়ের প্রধান উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।  সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। 

এর আগে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রটির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ‘তদন্ত কেন্দ্রটি’ একই উপজেলার মুন্সিরহাট এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন। 

তদন্ত কেন্দ্রটি আগের জায়গায় বহালের দাবিতে বুধবার চৌধুরী বাজার এলাকার বাজার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষার্থী ও স্থানীয় কয়েকশ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

যে কারণে বিষয়টির গুরুত্ব দিয়ে সরেজমিন তদন্তে ছুটে আসেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। 

এসময় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল (কমলনগর-রামগতি) মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেউদ্দিন, কমলনগর থানা ওসি মুহাম্মদ সোলাইমান, হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরমার্টিন ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী প্রমুখ।

লক্ষ্মীপুর কমলনগর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম