সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু ও সম্পাদক সোহাগ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৫:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়া পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জনি হাসান ওরফে লাবুকে সভাপতি ও রাশেদ-উল-হক ওরফে সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশের নির্দেশনা অনুযায়ী সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন স্বাক্ষরিত এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করে উপজেলা যুবলীগের বরাবরে প্রেরণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নাটোরের সিংড়া কোর্ট মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা কমিটিতে সোহেল তালুকদার সভাপতি ও প্রভাষক আনিছুর রহমান লিখনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে নাটোর জেলা যুবলীগ। কিন্তু পৌর যুবলীগের সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক পৌর যুবলীগের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বলে উপজেলা দলীয় সূত্রে জানা গেছে।
