Logo
Logo
×

সারাদেশ

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে গিয়ে নদীতে গোসল করতে নেমে সাগর চন্দ্র (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের উজানে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সাগর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। সে রাণীশংকৈল নেক মোরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাণীশংকৈল এলাকা থেকে তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে যায় শিক্ষার্থীরা। এরপর ৫-৬ জন বন্ধু মিলে তিস্তা ব্যারাজের উজানে গোসল করতে নামে। গোসল করার সময় সাগর নামে স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের এক ঘণ্টা পর তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনরা।

তিস্তা ব্যারাজ এলাকার রশিদুল ইসলাম বলেন, কয়েকজন বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।

হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির এসআই দীপ্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রের লাশ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্বজনরা।

নীলফামারী পিকনিক স্কুলছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম