Logo
Logo
×

সারাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৩৮ লাখ টাকা লুট, সাত ডাকাত গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ দ‌ক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৯:৫৫ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৩৮ লাখ টাকা লুট, সাত ডাকাত গ্রেফতার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাত ডাকাতকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

দীর্ঘদিন অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত তিন আসামিকে প্রথমে গত ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে, দুই আসামিকে গত ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর এলাকা থেকে এবং অপর দুই আসামিকে গত ৭ মার্চ চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে দুটি নকল জ্যাকেট ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন সাইফুল ইসলাম স্বপন, নূর ইসলাম, মো. রাসেল, মো. রতন, বাবুল হোসেন, শাহরিয়ার মোফাজ্জল এবং সালাউদ্দীন। 

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের পরিতোষ চন্দ্র ধর (৫০) ৬০ ভরি সোনা ঢাকার তাঁতি বাজারে ৩৮ লাখ টাকা বিক্রি করেন। ওইদিন বিকালে নগদ টাকা নিয়ে তিনি চট্টগ্রামে যাচ্ছিলেন।  

সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিমপাড়ে পৌঁছামাত্র ডাকাত দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার কাছ থে‌কে ৩৮ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি তিনি নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ডাকাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম