কেরানীগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেছে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ। রোববার বিকালে খোলামোড়া এলাকায় সমাবেশে কয়েক হাজার লোক অংশ নেন।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মডেল থানা আ'লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন- মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। আরও উপস্থিত ছিলেন থানা যুবলীগের সদস্য নাজমুল হোসেন নাসির, ইশতিয়াক আহমেদ সুজন, নাজিম উদ্দিন নাজিম, রনজিত মল্লিক, মো. কবির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তিতে আছে। এটা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। তারা নানাভাবে যড়যন্ত্র করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফায়দা লুটতে চায়; কিন্তু এটা আওয়ামী লীগ হতে দিবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব যড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে যুবলীগ সর্বদা প্রস্তুত।
