Logo
Logo
×

সারাদেশ

শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি আব্দুস সালামকে (৬০) দোয়ারাবাজার থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। শিশুটি সম্পর্কে অভিযুক্তের নাতনি বলে জানা গেছে।

সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুস সালাম নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মৃত হাজি আব্দুল হেলিমের ছেলে। ভিকটিম শিশুটি অভিযুক্ত আব্দুস সালামের নাতনি বলে স্থানীয়রা জানান।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে আট বছরের ওই শিশুটিকে একই গ্রামের আবুল খয়েরের জমিনের পশ্চিম পাশে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালালে শিশুটির চিৎকারে অভিযুক্ত আব্দুস সালাম পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দিনই ভিকটিমের পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম