Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি আটক

মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার একটি মাদ্রাসায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে ওই মাদ্রাসার দপ্তরিকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দপ্তরির নাম আবদুল জলিল (৬০)। তার বাড়ি শরীয়তপুরে। তিনি অরঙ্গবাদ খাদিজা বিনতে খুয়াইলিদ মহিলা মাদ্রাসায় দপ্তরির কাজ করেন।

পুলিশ এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত চার দিন আগে মাদ্রাসায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে দপ্তরি জলিল। তিনি বিষয়টি কাউকে না জানাতে ছাত্রীকে ভয়ভীতি দেখান।

সোমবার দুপুরে ছাত্রী ধর্ষণের বিষয়টি অভিভাবকদের জানায়। এরপর মাদ্রাসায় গিয়ে এক ছাত্রীর অভিভাবকের কাছ থেকে বিস্তারিত জানার পর পুলিশকে খবর দেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে পুলিশ মাদ্রাসায় গিয়ে দপ্তরি জলিলকে আটক করে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, গত তিন মাসে রাতের বেলায় একা পেয়ে মাদ্রাসার আরও দুই শিক্ষার্থীকে ধর্ষণ করে দপ্তরি জলিল। ধর্ষণের শিকার হওয়া ওই দুই শিক্ষার্থী ও অভিভাবকরা থানায় থানায় অভিযোগ দেবেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার দপ্তরিকে আটক করা হয়েছে। এছাড়া আরও দুই ছাত্রী ও অভিভাবক থানায় এসেছেন। ভুক্তভোগী চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিভাবকদের পক্ষ থেকে আটক জলিলের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম