Logo
Logo
×

সারাদেশ

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৫

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০১:১২ এএম

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৫

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ও কুমকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় প্রায় শতাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী জানান, রাত আটটার দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে গৌরিপুরের বটতলা এলাকায় যাচ্ছিলেন। রাস্তায় একটি লেগুনার সঙ্গে ওই শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে লেগুনার লোকজন ও স্থানীয়দের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানান। তারা কয়েকশ শিক্ষার্থী এক জোট হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গৌরিপুর ও কুমকুমারী এলাকায় প্রায় শতাধিক দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ করেন ওই ইউপি সদস্য। এসময় তারা বাড়ি ঘরেও হামলা চালান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

তবে রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখার সময় লেগুনার সঙ্গে যে শিক্ষার্থীর মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে তার নাম জানা যায়নি।

আশুলিয়া সাভার পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম