Logo
Logo
×

সারাদেশ

ওভারটেক করতে গিয়ে রসুনখেতে দুই বাস, বৃদ্ধ নিহত

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

ওভারটেক করতে গিয়ে রসুনখেতে দুই বাস, বৃদ্ধ নিহত

নাটোরের বড়াইগ্রামে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের পর সড়কের পাশে রসুনখেতের মধ্যে ঢুকে পড়ে দুইটি বাস। এতে ভুলু আকন্দ (৬৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রয়না ভরট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভুলু নাটোরের সিংড়া উপজেলার আধঘোলা গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রয়না ভরট হাটের পশ্চিম পাশে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সিরাজগঞ্জগামী রত্না পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুইটি মহাসড়ক থেকে ছিটকে নিচে রসুনের জমিতে পড়ে যায়। এতে রত্না পরিবহণের যাত্রী ভুলু আকন্দ নিহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম