Logo
Logo
×

সারাদেশ

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার সাতকানিয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ, ফিজিশিয়ান্স স্যাম্পল ইত্যাদি বিক্রয়ের অপরাধে লোকসভা ফার্মেসিকে ১০ হাজার টাকা, ফাহিম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, মুহাম্মদীয়া ফার্মেসিকে ৩০ হাজার টাকা, হাসান মেডিকেলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিপণনের অপরাধে ফুড ফেয়ার হোটেলকে ৩০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় চারটি মুদি দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইতোপূর্বে ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করাকালে সুকৌশলে বেশ কিছু ফার্মেসি দ্রুত দোকান বন্ধ করে দেয়। এতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রশ্নবিদ্ধ হলে র্যা বকে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন এলিট ফোর্স র্যা ব সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম