Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবলীগ নেতা আটক

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১১:০২ পিএম

প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবলীগ নেতা আটক

গাজীপুরের টঙ্গীতে এক প্রবাসীর স্ত্রীকে (৩৩) শ্লীলতাহানি, জোরপূর্বক টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া, মারধর, ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে হয়রানির অভিযোগে মহর আলী মৃধা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে বনমালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মহর আলী মৃধা (৪০) টঙ্গী থানা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী ওই নারী দীর্ঘদিন যাবত বনমালা টিভিএস রোডে বসবাস করে আসছেন। কিছুদিন পূর্বে তিনি ওই এলাকায় জমি কিনে বাড়ির কাজ শুরু করেন। এরপর থেকে নির্মাণাধীন বাড়িতে গিয়ে মহর আলী মৃধাসহ কয়েকজন প্রায়ই গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সংঘবদ্ধ চক্রটি গত সোমবার দুপুরে তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারধর করে তার মোবাইল থেকে ব্যক্তিগত ছবি নিয়ে নেয়। একপর্যায়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

এ সময় সন্ত্রাসীরা তার বাড়ির কাজের ইঞ্জিনিয়ারের সঙ্গে জোরপূর্বক ভিডিও করে ও ছবি উঠিয়ে নেয় এবং সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণকৃত ভিডিও এবং ছবি ছেড়ে দেয়। তাদের এসব অপকর্ম কাউকে জানালে তাকে প্রাণে মেরে লাশ টুকরো টুকরো করে গুম করার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার বিকালে মহর মৃধাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম