পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০২:৪৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনু মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার কালাপানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনু মিয়া ওই এলাকার মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আলী আশরাফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি জানান, ভুক্তভোগী শিশু মায়ের সঙ্গে খাগড়াছড়ির মানিকছড়িতে থাকে। তার মা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে। অভিযুক্ত আনু মিয়ার বাড়ি তাদের পাশে। গত ৯ মার্চ ভুক্তভোগী শিশু অভিযুক্ত আনু মিয়ার বাড়িতে তার নাতির সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে আনু মিয়া তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আনু মিয়া পলাতক ছিলেন বলে জানায় র্যাব।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
