শতাধিক অনাথ শিশুকে নিয়ে ত্রিপুরায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন
মহিউদ্দিন মিশু, আগরতলা থেকে
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৩:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের ত্রিপুরা রাজ্যের শতাধিক অনাথ শিশুকে নিয়ে উদযাপন করা হলো জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মিশনের উদ্যোগে রাজ্যের ঊষাবাজার পশ্চিম ভুবনবনস্থ ‘অন্বেষা শিশু সুরক্ষা কেন্দ্র’ অনাথ আশ্রমের শতাধিক শিশুর মুখে কেক তুলে দেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, তার সহধর্মিণী নাজনীন জাকিয়া, বাংলাদেশ মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান রেজাউল করিম চৌধুরী, প্রথম সচিব মো. আল আমীন, আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, বাংলাদেশ সহকারী মিশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান প্রমুখ।
এর আগে দিনব্যাপী রাজ্যের রাজধানী আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দূতালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এদিন সকালে সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। পরে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের ত্রিপুরা ও বাংলাদেশের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে। এ সময় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সহকারী হাইকমিশনের পক্ষ থেকে সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব, ক্রীড়া ও সমাজ কল্যাণ এবং শ্রম বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, বাংলাদেশের মৈত্রী সম্মাননাপ্রাপ্ত স্বপন ভট্টাচার্য, শিক্ষাবিদ ড. আশিষ কুমার বৈদ্য, ড. দেবব্রত দেবরায়, ড. মুজাহিদ রহমান।
