ফতুল্লায় চেয়ারম্যানের প্রাইভেটকার ভাংচুর
jugantor
ফতুল্লায় চেয়ারম্যানের প্রাইভেটকার ভাংচুর

  ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  

১৮ মার্চ ২০২৩, ০৫:৪০:০৬  |  অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রাইভেট কারে হামলা চালিয়ে ভাংচুর করেছে ইজিবাইক চালকরা। এসময় ব্যবসায়ীরা এগিয়ে আসায় প্রাণে বাঁচেন চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

সড়ক অবরোধ করে যাত্রী উঠানামা করতে নিষেধ করায় এ হামলা চালানো হয় বলে চেয়ারম্যান জানান।

চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, তার ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিনকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে ইউনিয়ন পরিষদ থেকে ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকায় নিজ বাসায় ফিরছিলেন তিনি। পোস্ট অফিস মোড় অতিক্রম করার সময় দেখেন সড়ক অবরোধ করে যাত্রী উঠানামা করছে ইজিবাইক চালকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তিনি জানান, এ সময় প্রাইভেটকার থেকে মেম্বার মাঈনুদ্দিন বের হয়ে ইজিবাইক চালকদের ধমকায় এবং সড়কে যেন যানজট না হয় বলে গাড়িতে উঠে চলে যায়। তখন ইট পাটকেল নিয়ে গাড়ির পিছু ধাওয়া করে ইজিবাইক চালকরা। বিষয়টি চেয়ারম্যান ও তার চালক তাৎক্ষনিক বুঝতে পারেনি। ফতুল্লা বাজারের সামনে গাড়িটি থামতেই এলোপাথাড়ি ইট পাটকেল ছোঁড়া হয়। এ সময় তারা গাড়ি থেকে না নেমে ডাক চিৎকার করেন।

তিনি আরও জানান, তখন ফতুল্লা বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে ধাওয়া করেন। এতে পালিয়ে যায় ইজিবাইক চালকরা। হামলায় গাড়ির পিছনের গ্লাসসহ সামনের সাইটেও ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, চেয়ারম্যান এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। তারপরও খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়।

ফতুল্লায় চেয়ারম্যানের প্রাইভেটকার ভাংচুর

 ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
১৮ মার্চ ২০২৩, ০৫:৪০ এএম  |  অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রাইভেট কারে হামলা চালিয়ে ভাংচুর করেছে ইজিবাইক চালকরা। এসময় ব্যবসায়ীরা এগিয়ে আসায় প্রাণে বাঁচেন চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

সড়ক অবরোধ করে যাত্রী উঠানামা করতে নিষেধ করায় এ হামলা চালানো হয় বলে চেয়ারম্যান জানান।

চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, তার ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিনকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে ইউনিয়ন পরিষদ থেকে ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকায় নিজ বাসায় ফিরছিলেন তিনি। পোস্ট অফিস মোড় অতিক্রম করার সময় দেখেন সড়ক অবরোধ করে যাত্রী উঠানামা করছে ইজিবাইক চালকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তিনি জানান, এ সময় প্রাইভেটকার থেকে মেম্বার মাঈনুদ্দিন বের হয়ে ইজিবাইক চালকদের ধমকায় এবং সড়কে যেন যানজট না হয় বলে গাড়িতে উঠে চলে যায়। তখন ইট পাটকেল নিয়ে গাড়ির পিছু ধাওয়া করে ইজিবাইক চালকরা। বিষয়টি চেয়ারম্যান ও তার চালক তাৎক্ষনিক বুঝতে পারেনি। ফতুল্লা বাজারের সামনে গাড়িটি থামতেই এলোপাথাড়ি ইট পাটকেল ছোঁড়া হয়। এ সময় তারা গাড়ি থেকে না নেমে ডাক চিৎকার করেন।

তিনি আরও জানান, তখন ফতুল্লা বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে ধাওয়া করেন। এতে পালিয়ে যায় ইজিবাইক চালকরা। হামলায় গাড়ির পিছনের গ্লাসসহ সামনের সাইটেও ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, চেয়ারম্যান এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। তারপরও খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন