অভয়নগরে জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অভয়নগর উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নওয়াপাড়া ইন্সটিটিউট হলরুমে সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির নওয়াপাড়া পৌর শাখার আহ্বায়ক মো. শরিফুল আলম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সদস্য মো. মনিরুজ্জামান মনি, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. লুৎফর রহমান সরদার, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ফারাজী, উপজেলা কমিটির সদস্য সচিব সিকদার সাঈদ আহমেদ, যুব সংহতির উপজেলা শাখার সদস্য সচিব আলম ফারাজী, জাতীয় পার্টির নেতা গাজী রেজাউল করিম ও মো. আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান মনির, মো. ইউছুব আলী সানা, শফিকুল ইসলাম, এম ফজলুর রহমানসহ জাতীয় পার্টির সমর্থক ও নেতাকর্মীরা।
সম্মেলনে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জাকারিয়া।
