নিহত চাচিকে দেখতে গিয়ে আর ফেরা হলো না ভাতিজির
পিরোজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৫:৪৮:৪৯ | অনলাইন সংস্করণ
পিরোজপুর সদর উপজেলার পাইকবাড়ি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজমীন নামে এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বামী ও তাদের তিন বছরের কন্যা নাফিয়া গুরুতর আহত হন।
নিহত নাজমীনকে জেলা হাসপাতালের মর্গে এবং আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সদরের আলামকাঠি এলাকার ধরানীবাড়িতে নাজমীনের চাচির মৃত্যুর খবর শুনে নাজমীন, তার স্বামী ও তিন বছরের কন্যা একসঙ্গে নিজেদের মোটরসাইকেলে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলার পাইকবাড়ি এলাকায় রওনা দেন।
এ সময় পাশ থেকে দ্রুতগতিতে পিরোজপুর থেকে নাজিরপুরগামী ‘আল্লার দান’ নামের একটি যাত্রীবাহী লোকাল বাস যাওয়ার প্রাক্কালে ওভারটেক করার সময় মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। পরে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে আনার পথে নাজমীনের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাসটিকে আটক করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিহত চাচিকে দেখতে গিয়ে আর ফেরা হলো না ভাতিজির
পিরোজপুর সদর উপজেলার পাইকবাড়ি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজমীন নামে এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বামী ও তাদের তিন বছরের কন্যা নাফিয়া গুরুতর আহত হন।
নিহত নাজমীনকে জেলা হাসপাতালের মর্গে এবং আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সদরের আলামকাঠি এলাকার ধরানীবাড়িতে নাজমীনের চাচির মৃত্যুর খবর শুনে নাজমীন, তার স্বামী ও তিন বছরের কন্যা একসঙ্গে নিজেদের মোটরসাইকেলে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলার পাইকবাড়ি এলাকায় রওনা দেন।
এ সময় পাশ থেকে দ্রুতগতিতে পিরোজপুর থেকে নাজিরপুরগামী ‘আল্লার দান’ নামের একটি যাত্রীবাহী লোকাল বাস যাওয়ার প্রাক্কালে ওভারটেক করার সময় মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। পরে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে আনার পথে নাজমীনের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাসটিকে আটক করা হয়েছে।