রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এমপির নিজস্ব তহবিল থেকে ভর্তুকি
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে উপজেলার শীর্ষ দুটি পাইকারি বাজারকে ইজারামুক্ত করেছেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। শনিবার সন্ধ্যায় উপজেলা সদর পাইকারি বাজার এক মাসের জন্য ইজারামুক্ত ঘোষণা করেন তিনি।
এর দুদিন আগে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারকে একইভাবে ইজারামুক্ত ঘোষণা করেছেন। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী এবং উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা প্রশাসন এবং ব্যবসায়ীরা জানান, দ্রব্যমূল্যের চলমান অস্থিরতার মধ্যে নিয়মিত বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে আসছেন স্থানীয় সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন।
এতে মুরাদনগরে বাজারগুলোতে অসাধু সিন্ডিকেট অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করতে পারেনি। যার ফলে সাধারণ ভোক্তারা স্বস্তিতে রয়েছেন। এরই মাঝে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা শাকসবজিসহ সব ধরনের পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে উপজেলার কোম্পানীগঞ্জ এবং মুরাদনগর পাইকারি বাজার ইজারামুক্ত করে দেন।
এদিকে সংসদ সদস্য কর্তৃক বাজারগুলো ইজারামুক্ত হওয়ার ঘোষণায় এলাকার সচেতন মহলে যেমন ইতিবাচক আলোচনা হচ্ছে, তেমনি জনসাধারণের মাঝেও স্বস্তি বিরাজ করছে। তা ছাড়া এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন মাহে রমজানকে সামনে রেখে ইতিপূর্বে কয়েক হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন, যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া বলেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন স্যার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিচ্ছেন। উনার এমন ইতিবাচক উদ্যোগে এলাকার মানুষ যেমন খুশি, তেমনি ব্যবসায়ীরাও খুশি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, এমপি মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে উপজেলার কোম্পানীগঞ্জ এবং মুরাদনগর সদর বাজার তিনি ইজারামুক্ত করেছেন।
এর পরও যদি কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কোনো কারসাজির চেষ্টা করে তা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাহে রমজানে কোনোভাবেই যেন ভোক্তারা পণ্যের অতিরিক্ত মূল্য দিতে না হয়, সেই দিকটি আমরা খেয়াল রাখছি।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এমপির নিজস্ব তহবিল থেকে ভর্তুকি
কুমিল্লা ব্যুরো
১৯ মার্চ ২০২৩, ১৫:৫২:৩৪ | অনলাইন সংস্করণ
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে উপজেলার শীর্ষ দুটি পাইকারি বাজারকে ইজারামুক্ত করেছেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। শনিবার সন্ধ্যায় উপজেলা সদর পাইকারি বাজার এক মাসের জন্য ইজারামুক্ত ঘোষণা করেন তিনি।
এর দুদিন আগে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারকে একইভাবে ইজারামুক্ত ঘোষণা করেছেন। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী এবং উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা প্রশাসন এবং ব্যবসায়ীরা জানান, দ্রব্যমূল্যের চলমান অস্থিরতার মধ্যে নিয়মিত বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে আসছেন স্থানীয় সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন।
এতে মুরাদনগরে বাজারগুলোতে অসাধু সিন্ডিকেট অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করতে পারেনি। যার ফলে সাধারণ ভোক্তারা স্বস্তিতে রয়েছেন। এরই মাঝে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা শাকসবজিসহ সব ধরনের পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে উপজেলার কোম্পানীগঞ্জ এবং মুরাদনগর পাইকারি বাজার ইজারামুক্ত করে দেন।
এদিকে সংসদ সদস্য কর্তৃক বাজারগুলো ইজারামুক্ত হওয়ার ঘোষণায় এলাকার সচেতন মহলে যেমন ইতিবাচক আলোচনা হচ্ছে, তেমনি জনসাধারণের মাঝেও স্বস্তি বিরাজ করছে। তা ছাড়া এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন মাহে রমজানকে সামনে রেখে ইতিপূর্বে কয়েক হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন, যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া বলেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন স্যার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিচ্ছেন। উনার এমন ইতিবাচক উদ্যোগে এলাকার মানুষ যেমন খুশি, তেমনি ব্যবসায়ীরাও খুশি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, এমপি মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ভর্তুকি দিয়ে উপজেলার কোম্পানীগঞ্জ এবং মুরাদনগর সদর বাজার তিনি ইজারামুক্ত করেছেন।
এর পরও যদি কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কোনো কারসাজির চেষ্টা করে তা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাহে রমজানে কোনোভাবেই যেন ভোক্তারা পণ্যের অতিরিক্ত মূল্য দিতে না হয়, সেই দিকটি আমরা খেয়াল রাখছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023