কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা কমেছে
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ২২:৫৩:৩০ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ দাম কমেছে কেজি প্রতি ৩০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন সেই মরিচ কেজিতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধি হওয়াতে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
কাঁচামরিচ কিনতে আসা আব্দুল আলিম বলেন, কাঁচামরিচের বাজারে আজ কিছুটা স্বস্তি ফিরেছে। দাম অনেকটাই কম। সামনে রমজান মাস যার জন্য বেশি করে কিনলাম। তবে পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। প্রতিদিন দাম বৃদ্ধি পাচ্ছে। শনিবার ২৫ টাকা ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি কিনলাম আজকে সেই পেঁয়াজ ৩০ টাকা। ভারত থেকে আমদানির অজুহাতে প্রতিদিন দাম বৃদ্ধি করছে কিছু অসাধু ব্যবসায়ী। সরকারের পক্ষ থেকে এখনি জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার।
কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বগুড়া, পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে। যার ফলে বাজারে সরবরাহও বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কেজিতে ১০ টাকা করে কমছে। ব্যবসায়ীরা কম দামে কিনে কম দামে বিক্রি করছে। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কমেছে। সরবরাহ বেশি থাকলে দাম আরও কমে যাবে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা কমেছে
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ দাম কমেছে কেজি প্রতি ৩০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন সেই মরিচ কেজিতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধি হওয়াতে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
কাঁচামরিচ কিনতে আসা আব্দুল আলিম বলেন, কাঁচামরিচের বাজারে আজ কিছুটা স্বস্তি ফিরেছে। দাম অনেকটাই কম। সামনে রমজান মাস যার জন্য বেশি করে কিনলাম। তবে পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। প্রতিদিন দাম বৃদ্ধি পাচ্ছে। শনিবার ২৫ টাকা ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি কিনলাম আজকে সেই পেঁয়াজ ৩০ টাকা। ভারত থেকে আমদানির অজুহাতে প্রতিদিন দাম বৃদ্ধি করছে কিছু অসাধু ব্যবসায়ী। সরকারের পক্ষ থেকে এখনি জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার।
কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বগুড়া, পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে। যার ফলে বাজারে সরবরাহও বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কেজিতে ১০ টাকা করে কমছে। ব্যবসায়ীরা কম দামে কিনে কম দামে বিক্রি করছে। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কমেছে। সরবরাহ বেশি থাকলে দাম আরও কমে যাবে বলেও জানান তিনি।