Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম

নবাবগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক হস্তক্ষেপে সোমবার বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ওই গ্রামের কমল চন্দ্র শীলের ছেলে দীপক চন্দ্র শীলের সঙ্গে উপজেলার যন্ত্রাইল এলাকার (১৬) বছরের কন্যার বিয়ের আয়োজন চলছিল। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় উপজেলার পাতিলঝাপ এলাকাতে দীপক শীলের সঙ্গে যন্ত্রাইল ইউনিয়নের ভবেশ রায়ের মেয়ের (১৬) বিবাহ সম্পাদনের আয়োজন করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধ করেন। উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তারা ভবিষ্যতে বাল্যবিবাহের উদ্যোগ গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারও করেন। কন্যাকে তার পিতা মাতার জিম্মায় প্রদান করা হয়। এ সময় উপস্থিত অভিভাবকদের  বাল্যবিবাহ না দেওয়ার জন্য উৎসাহ প্রদানসহ সচেতন করা হয়। 

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, বাল্যবিবাহ বন্ধে করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। পাশাপাশি শিশুর জন্ম নিবন্ধনকরণ আইন মেনে চলা, বিয়ের রেজিস্ট্রেশন নিশ্চিত করা, বহুবিবাহ রোধ করা দরকার। এসব বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম