Logo
Logo
×

সারাদেশ

ডিভোর্সের খবর পেয়ে ভবনের ছাদে স্বামীর আত্মহত্যার প্রস্তুতি, অতঃপর...

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:৩৩ পিএম

ডিভোর্সের খবর পেয়ে ভবনের ছাদে স্বামীর আত্মহত্যার প্রস্তুতি, অতঃপর...

ডিভোর্সের খবর পেয়ে এক পোশাক শ্রমিক বহুতল ভবনের ছাদে উঠে আত্মহত্যার প্রস্তুতি নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হেলাল বিশ্বাসকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সোমবার দুপুরে সাভার হেমায়েতপুরের এ কে এইচ পোশাক কারখানার বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

হেলাল বিশ্বাস নড়াইলের কালিয়া থানার মহাজন গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি সাভারে এ কে এইচ পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বহুতল ভবনের ছাদের এক কোনা থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন এক যুবক। এ ঘটনায় ভবনের নিচে উৎসুক জনতা জড়ো হন। পরবর্তীতে সহকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় সেখান থেকে সরিয়ে আনা হয়। 

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে হেলাল নামের এক পোশাক শ্রমিক এ কে এইচ পোশাক কারখানার ভবনের ছাদে উঠে আত্মহত্যার প্রস্তুতি নেয়। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করা হয়। 

পরিবারের বরাত দিয়ে নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রেমের মাধ্যমে হেলাল এক মেয়েকে বিয়ে করে সংসার শুরু করেন। কিছুদিন আগে তার শ্বশুরবাড়ির লোকজন বেড়াতে এসে কৌশলে তার স্ত্রীকে বাবার বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে ওই গৃহবধূকে পরিবারের পক্ষ থেকে ডিভোর্স করতে বাধ্য করে। বিষয়টি ওই পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়। লোক মারফত ডিভোর্সের খবর পেয়ে হেলাল বিশ্বাস তার কর্মস্থল এ কে এইচ পোশাক কারখানার ভবনের ছাদে উঠে আত্মহত্যার প্রস্তুতি নেয়। পরে তাকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সাভার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম