Logo
Logo
×

সারাদেশ

ভোলা সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৩০ পিএম

ভোলা সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

ভোলা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভোলা সদর উপজেলাসহ সারা দেশের বিভিন্ন উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় ভোলা সদর উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে জমিসহ ৯০টি ঘর বিতরণ হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা সদর উপজেলাসহ সারা দেশের বিভিন্ন উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত তিনটি ধাপে ভোলা সদর উপজেলায় ৬০২টি জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। আর আগামীকাল চতুর্থ ধাপে আরও ৯০টি বিতরণ করা হবে। এতে সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। তবে ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন বা অন্য কোনো কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সন্ধান পাওয়া গেলে পরবর্তীতে তাদের দ্রুততম সময়ে পুনর্বাসন করা হবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম