Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের দুমকি প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

যুগান্তরের দুমকি প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের পটুয়াখালীর দুমকি উপজেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি হুমকিদাতাও উল্টো থানায় জিডি করেছেন। 

জানা যায়, গত ১৭ মার্চ প্রেসক্লাব দুমকির হলরুমে শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন জলিশা গ্রামের বাসিন্দা মাসুদ আল মামুন বাবুর বিরুদ্ধে জমি জবরদখলসহ রাতারাতি শতকোটি টাকার মালিক হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের ডকুমেন্টসসহ উভয়ের বক্তব্য নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদ প্রকাশের জেরে মাসুদ আল মামুন ১৯ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলামকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন বটতলা মহাসড়কে একা পেয়ে অকথ্য ভাষায় গালাগালসহ খুন-জখমের হুমকি দেন। পরবর্তীতে তিনি উল্টো থানায় গিয়ে একটি মিথ্যা জিডি করেন। 

এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি মিথ্যা জিডি প্রত্যাহার করে অভিযুক্ত বাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, উভয়েই সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম