বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনায় এজহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার উজ্জ্বল দত্তের ছেলে পলাশ (২৬), রতন মল্লিকের ছেলে শিপংকর (২৭) ও নারায়ণ দত্তের ছেলে চন্দন (২৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি রকি (২০) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৫ মার্চ উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে নিয়ে প্রেমিক রকি তার বন্ধু পলাশ, শিপংকর ও চন্দন মিলে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করে। পরে ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।
