Logo
Logo
×

সারাদেশ

চিকিৎসক নেই, নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৭:৫৬ পিএম

চিকিৎসক নেই, নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সরা প্রসূতির অস্ত্রোপচার করেন বলে জানা যায়। বুধবার ভোরে নার্সদের অবহেলা ও অজ্ঞতার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকের মৃত্যুর পর মা ও শিশুকল্যাণ কেন্দ্র ঘেরাও করেন নিহতের স্বজনরা।

জানা যায়, মঙ্গলবার রাতে স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন তার স্বামী শহরের সাঠিরপাড়া নবাববাড়ি এলাকার মো. সুমন মিয়া। তার স্ত্রী প্রসব করতে পারবেন না বলে জানান মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ওম্মে হাবিবা। ওই সময় হাসপাতালটিতে কোনো চিকিৎসক ছিলেন না। তাই হাসপাতালের নার্সরা তার অপারেশন করেন। অবহেলা ও অজ্ঞতার কারণে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ খবরটি ছড়িয়ে পড়লে ভোরে হাসপাতাল ঘেরাও করেন স্বজনরা।

সুমন মিয়া বলেন, প্রসব ব্যথা উঠলে রাতে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত নার্স সবকিছু সামলে নেবেন বলে আমাদের জানান। কিন্তু হাসপাতালে চিকিৎসক ছিলেন না। এ বিষয়টি আমাদের জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ বিষয়ে পরিদর্শিকা ওম্মে হাবিবা এবং নার্সরা কথা বলতে রাজি হননি। এ ঘটনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার গোপাল চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। এটি নিয়ে তদন্ত করা হবে। যদি আমার এখানে কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসক নরসিংদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম