দোহারে গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দোহার উপজেলায় মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ক’ তালিকাভুক্ত প্রকল্পে ২৮১ পরিবারের মধ্যে সর্বশেষ ১৯ গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা সভা কক্ষে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, যাদের জমি ও ঘর নেই, এই রকম ২৮১ জন গৃহহীন পরিবারের তালিকা বিগত দিনে উপজেলা প্রশাসনের মাধ্যমে করা হয়। ইতোমধ্যে এ তালিকা অনুযায়ী ২৬২ জন গৃহহীন পরিবারকে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়। অবশিষ্ট ১৯টি পরিবারকে বুধবার দুপুরে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয় ও দোহার উপজেলাকে গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রজ্জব আলী মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
