Logo
Logo
×

সারাদেশ

দোহারে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১০:৩২ পিএম

দোহারে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা বুধবার দুপুরে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এছাড়া স্কুল-কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আগামী দিনে সঠিক নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এ সময় দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, জয়পাড়া কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক সাইফ হোসেন, দোহার পৌরসভা ছাত্রলীগ সভাপতি আলামিন হোসেন বাঁধন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম