Logo
Logo
×

সারাদেশ

আট বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন বৃহস্পতিবার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১০:৪২ পিএম

আট বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন বৃহস্পতিবার

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিদেশি আটটি ভাষায় উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহ্সান তালুকদার এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে। এরই মধ্যে অনুষ্ঠান উপলক্ষ্যে ফরিদপুরের শেখ রাসেল স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে বাংলা ছাড়াও ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানিজ, চাইনিজ, হিন্দি, আরবি ও মান্দাবি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন করা হবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বময় জোরালোভাবে ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম