Logo
Logo
×

সারাদেশ

আগামী দিনে জিএম কাদেরের নেতৃত্বেই দেশ পরিচালিত হবে: আবুল কাশেম

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৭:১১ পিএম

আগামী দিনে জিএম কাদেরের নেতৃত্বেই দেশ পরিচালিত হবে: আবুল কাশেম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম বলেছেন, বর্তমানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আজ যে পণ্যের দাম বাড়ে ভবিষ্যতে সেই পণ্যের দাম কমে না। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় না বাড়ায় এ দেশের জনগণ বিপাকে পড়েছে। তাই বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ। অপরদিকে বিএনপির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তাই আগামী দিনে জিএম কাদেরের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কাশেম বলেন, পল্লীবন্ধুর শাসনামলে দেশ এমন ছিল না। জাতীয় পার্টির শাসনামল ছিল স্বর্ণযুগ। তাই দেশের স্বার্থে জনগণকে জাতীয় পার্টির সঙ্গে থাকার আহ্বান জানান। এছাড়াও আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি ওয়ার্ড পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করা হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবু তাহের। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ফকির শাহ আলম।

এতে বক্তব্য রাখেন- সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, গালা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ প্রমুখ। 

এ সময় ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে মো. রশিদকে সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

জাতীয় পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম