Logo
Logo
×

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ছাত্রসহ তিনজন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:০০ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ছাত্রসহ তিনজন গ্রেফতার

শিবালয় উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ওই তিনজন হলেন- উপজেলার তেওতা ইউনিয়নের কলেজছাত্র মো. জামাল বাদশা (১৮), স্কুলছাত্র মো. অভি শেখ (১৬) ও নৌকাচালক রাসেল (২২)।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবালয় থানায় এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে কলেজছাত্র জামাল বাদশা ওই মেয়েকে প্রেম নিবেদন করে আসছিলেন। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে ফুসলিয়ে তেওতা জমিদার বাড়ির একটি ভবনের ছাদে নিয়ে যান জামাল বাদশা এবং তার সহযোগী রাসেল।

এরপর মেয়েটিকে কুপ্রস্তাব দেন জামাল। এতে রাজি না হয়ে মেয়েটি ওই ভবনের ছাদ থেকে নেমে যাওয়ার সময় রাসেল তাকে ছুরিকাঘাত করার ভয় দেখান। এরপর জামাল বাদশা মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় রাসেল ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে পাহারা দেন। পরে জামাল ও রাসেল সেখান থেকে চলে যান।

এরপর বিকালে ওই ছাত্রী আরিচা বন্দর এলাকায় বারুণী স্নান উপলক্ষ্যে আয়োজিত মেলায় যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব পরিচিত অভি শেখের সঙ্গে মেয়েটির দেখা হলে তাকে কোমল পানীয় পান করানো হয়। এর কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে উপস্থিত কয়েকজন ব্যক্তি মেয়েটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মেয়েটিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে মেয়েটির চাচা বাদী হয়ে ওই তিনজনকে আসামিকে থানায় মামলা করেন। এর মধ্যে জামালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাসেলের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা এবং অভির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, এ ঘটনায় দুপুরে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম