Logo
Logo
×

সারাদেশ

শর্টসার্কিটের আগুনে ১১৯ দোকান ১৪ বাড়ি পুড়ে ছাই

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:১২ পিএম

শর্টসার্কিটের আগুনে ১১৯ দোকান ১৪ বাড়ি পুড়ে ছাই

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে মধ্যরাতে ১১৯টি দোকান ও ১৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামগঞ্জ বাজারের মোদকপট্টি এলাকার মণ্ডল হার্ডওয়্যার স্টোর ও শম্ভু মোদকের ঘরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। একই সময়ে রঙ ব্যবসায়ী সালাম মোড়লের দোকানেও আগুন দেখতে পাওয়া যায়। মাত্র ৮-১০ মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা শ্যামগঞ্জের শতাধিক দোকানে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, পূর্বধলা, ফুলপুর ও নেত্রকোনার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, পূর্বধলার সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও ফৌজিয়া নাজনীন, পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার জাহিদ হোসেন প্রিন্স, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৌরীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাদা বলেন, ময়মনসিংহ সদর, গৌরীপুর, ধোবাউড়া ও নেত্রকোনা সদর, ফুলপুর, পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মনোহরি দোকানদার রণজিত সাহা জানান, মাহে রমজান ও সামনে ঈদের জন্য ব্যবসায়ীরা মালামাল এনে গুদাম করেছিলেন। মুহূর্তেই সব ছাই হয়ে গেল। আজ আমরা নিঃস্ব।

চালের দোকানদার হরিদাস সাহা জানান, রমজান মাসের জন্য আগাম প্রস্তুতি ছিল। দুই-তিন দিনে চাল গুদামজাত করা হয়। সব পুড়ে ছাই হয়ে গেছে।

মিষ্টির দোকানের শম্ভু মোদক জানান, তিনি আজ নিঃস্ব হয়ে গেছেন। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মসল্লা ব্যবসায়ী অরুণ সরকার জানান, এসে দেখি দোকানে শুধু আগুন। একটা মালও রক্ষা করা সম্ভব হলো না।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম