অগ্নিকাণ্ডে কয়লা ব্যবসায়ীর দুই বসতঘর পুড়ে ছাই
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকাণ্ডে এক কয়লা ব্যবসায়ীর দুই বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১টা থেকে সোয়া ১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও পশ্চিমপাড়া সীমান্ত গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদ মিয়া এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।
উপজেলার সীমান্ত গ্রাম কলাগাঁও পশ্চিমপাড়ার ক্ষতিগ্রস্ত কয়লা ব্যবসায়ী আব্দুল আউয়াল যুগান্তরকে জানান, উপজেলার সীমান্ত গ্রাম কলাগাঁও পশ্চিমপাড়ার একান্নবর্তী পরিবারের সদস্যরা বুধবার রাতের খাবার খেয়ে ১১টার মধ্যে দুই টিনশেড বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে দুই বসতঘরের শয়ন কক্ষে আগুন জ্বলতে দেখে আমার স্ত্রী হাজেরা খাতুন সবাইকে ঘুম থেকে জাগিয়ে বাইরে বের হয়ে আসেন। এরপর চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে দুটি টিনশেড বসত ঘরের আসবাবপত্র, টিভি ফ্রিজ, ধান, চাল হাস, মুরগি, সেলাইমেশিন, পরিবারের সদস্যদের পরিধেয় কাপড়, নগদ ৮০ হাজার টাকা, দলিলপত্রসহ সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
