Logo
Logo
×

সারাদেশ

গোদাগাড়ীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম

গোদাগাড়ীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতাররা হলেন- উপজেলার হরিশংকরপুর এলাকার রুবেল হোসেন ওরফে সুজন (৩২), কালিদিঘী কৃষ্ণবাটির ইমন (২৪), বসন্তপুরের আপেল (৪১) এবং চৌদুয়ার এলাকার আনোয়ার হোসেন ওরফে সুমন।

ওসি কামরুল ইসলাম জানান, গত ১৪ মার্চ রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে গোদাগাড়ীতে আসার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন চার ব্যক্তি। এরপর গোদাগাড়ীর জামাদান্নি মোড়ের পাশে আসলে চালকের হাত-পা বেঁধে অটোরিকশাটি ছিনিয়ে নেন তারা। এ ঘটনার পর অটোচালক জেলার পবা উপজেলার মুরারিপুর গ্রামের বাসিন্দা রনি ইসলাম গত ১৫ মার্চ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অটো ছিনতাইকারীদের আটকের জন্য অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

রাজশাহী গোদাগাড়ী ছিনতাইকারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম