Logo
Logo
×

সারাদেশ

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত ইদ্রিসের দাফন সম্পন্ন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:০৬ পিএম

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত ইদ্রিসের দাফন সম্পন্ন

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ইদ্রিসের লাশ ২৪ দিন পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম মেখলে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে আলি মোল্লা কাজী বাড়ি ও খলিফা পাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হয়। 

বিকাল পাঁচটার দিকে কাতার এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইট যোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। নিহত ইদ্রিস উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খলিফা পাড়ার মৃত সাহেব মিয়ার ছেলে।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রিসের লারিসা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ইদ্রিস প্রাণ হারান। গ্রিসের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা।এ ঘটনায় অর্ধশতেরও বেশি মানুষ নিহত হয়। 

এ সময় ট্রেনের বগিতে আগুন ধরে যাওয়ায় ইদ্রিসের শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। তাই ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ সনাক্ত করতে হয়েছে। ওই দুর্ঘটনায় নিহত হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে প্রায় ২৪ দিন পর অবশেষে ইদ্রিসের লাশ দেশে আসে।
 
নিহতের ছোট ভাই ইলিয়াস জানান, আমার বড় ভাইয়ের কফিনটি বিকালের দিকে কাতার এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট নং কিউআর-৬৩৪ এ করে ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছায়। পরে ছোট ভাই জালালের হাতে সন্ধ্যা ৭টার দিকে কফিনটি বিমানবন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করে।  ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স যোগে কফিনটি আমাদের বাড়িতে আনা হয়।

গ্রিস নিহত ইদ্রিস দাফন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম