গফরগাঁওয়ে ট্রাকে করে গরু চুরি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৭:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে নিয়ে পালিয়েছে চোর। শনিবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের ৯নং ওয়ার্ড শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আনুমানিক রাত দেড়টার দিকে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চোরের দল গফরগাঁও-বরমী সড়কের শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় ট্রাক থামিয়ে সোয়েব রানার (২৯) বাড়িতে প্রবেশ করে।
সোয়েব রানার বসতবাড়ির গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে চোরচক্র ট্রাকে তোলার সময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। চোরচক্র একটি গরু ছেড়ে দিয়ে তিনটি গরু ট্রাকে নিয়ে হোসেনপুরের দিকে পালিয়ে যায়। এলাকাবাসী চোরের ট্রাক থামাতে চাইলে ট্রাক দিয়ে এলাকাবাসীকে চাপা দেওয়ার চেষ্টা করে চোরের দল।
সোয়েব রানা জানায়, আমার একটি লালচে রংয়ের দুধের গাভী, একটি অস্ট্রেলিয়া জাতের বকনা গরু ও একটি বকনা বাছুর চুরি হয়েছে।
গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় প্রাথমিক অবস্থায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
