Logo
Logo
×

সারাদেশ

সোহাগপুর বিধবা পল্লিতে ইফতার সামগ্রী বিতরণ

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৯:২৪ পিএম

সোহাগপুর বিধবা পল্লিতে ইফতার সামগ্রী বিতরণ

মহান স্বাধীনতা দিবসে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবা পল্লির বীরাঙ্গনা বিধবাদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছে শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি। রোববার দুপুর ২টায় সোহাগপুর বিধবা পল্লিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামরুজ্জামান।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাংবাদিক এম এ হাকাম হীরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার তাহমিনা, অফিসার ইনচার্জ এমদাদুল হক, কাকারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নেয়ামুল কাউসার।

পরে বেঁচে থাকা ২৪ জন বীরাঙ্গনা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম