গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিজয়-৭১ বেদিতে স্বজনরা পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম লিটন, শামীম আনোয়ার, নীরব হাসান, গৌরীপুর মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইয়াহিয়া প্রমুখ।
