Logo
Logo
×

সারাদেশ

চালকের খড়ের গাদায় চুরি করা ২০ অটোবাইকের যন্ত্রাংশ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম

চালকের খড়ের গাদায় চুরি করা ২০ অটোবাইকের যন্ত্রাংশ

নিজে অটোবাইক চালক বলে কেউ সন্দেহ করত না। এজন্য খুব সহজেই তিনি হাটে বাজারে শহরের বিভিন্ন এলাকা থেকে অটোবাইক চুরি করে যন্ত্রাংশ খুলে নিজের বাড়িতে খড়ের গাদার নিচে লুকিয়ে রাখতেন। তারপর সেসব যন্ত্রাংশ ক্রেতাদের কাছে কমদামে বিক্রি করতেন।

দীর্ঘদিন ধরে অবাধে এই অপকর্ম চালিয়ে যেতেন মো. রানা (২৭) নামের এক যুবক। সেখান থেকে অনেকের সহজেই অন্য কেউ বিশ্বাস করতে পারতো না যে, রানা পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পদ্মাপাড়ের রাধাকান্তপুর গ্রামের মো. এহিয়া খানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে পাবনা থানা পুলিশ প্রত্যন্ত ওই এলাকায় রানার বাড়িতে অভিযান চালায়। এরপর তার বাড়ির খড়ের গাদার নিচ থেকে একে একে বের করে আনেন ২০টি অটোবাইকের বিভিন্ন যন্ত্রাংশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দীর্ঘদিন ধরে রানা বিভিন্ন সময় অটোবাইক চালকদের কাছ থেকে চুরি হওয়া অটোবাইকের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে নিজ বাড়িতে লুকিয়ে রাখতেন। এছাড়া তিনি নিজেও নানা স্থান থেকে অটোবাইক চুরি করে এনে যন্ত্রাংশ খুলে রেখে জেলা শহরে বিক্রয় করতেন। কিন্তু তিনি নিজে অটোবাইক চালক বলে অন্য চালকরা তাকে সন্দেহ করতে পারতেন না। পুলিশি অভিযানের পর খবর ছড়িয়ে ছড়িয়ে পড়লে চুরি যাওয়া অটোবাইক চালক-মালিকরা রানার বাড়িতে গিয়ে ভিড় করেন।

সদর থানার ওসি কৃপা স্নিগ্ধ বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে রানাসহ বাড়ির সবাই পালিয়ে গেছে। তবে এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম