বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছায় স্বজনদের স্বাধীনতা দিবস উদযাপন
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে যুগান্তর স্বজন সমাবেশ, উপজেলা প্রেস ক্লাব মুক্তাগাছা ও শিশু কিশোর পাঠচক্র ইউনিট।
যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শপথ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে কুইজ ও রচনা প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার বিতরণী।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শপথ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া মুক্তাগাছা আরকে সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল সাড়ে ১০টার দিকে ঐতিহাসিক ২৬ মার্চের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মো. তাহসিন আবেদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে- আব্দুল্লাহ আশরাফ নূর ও মোছা. কহিনুর হোসেন জয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মোছা. লুৎফা ইসলাম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে- মোছা. উম্মে হাবিবা স্নেহা ও নওরীন জাহান নিপা।
স্বজন সভাপতি সাইফুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং উপজেলা প্রেস ক্লাব মুক্তাগাছার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক জিয়াউল হক জুয়েল, আরকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ ওয়ালী উল্লাহ মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন স্বজনের অর্থ-সম্পাদক মাহমুদুল হাসান শামীম, সাহিত্য বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক শাহরিয়ার জাহান প্রিয়া, প্রচার সম্পাদক বাবুল হোসেন বাবলু, স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি সোহেল রানা, স্বজন সদস্য রাসেদুল হাসান জিহাদ, শাহিনূর আলম, সুজন মিয়া, ইতি, চৈতী প্রমুখ।
ইফতার শেষে বাদ মাগরিব উপজেলার ভাবকীর মোড় স্বজন সমাবেশ কার্যালয়ে বীর সেনানীদের রুহের মাগফেরাতে বিশেষ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুস সুজ্জুদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম কারি মো. তারিকুল ইসলাম।
