Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ইফতার ও দোয়া মাহফিল

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৮:৩৪ পিএম

গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ করা হয়।

তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। তিনি বলেন, যুগান্তর সত্যের সন্ধানে দুর্নীতি, অপসংস্কৃতি, সন্ত্রাস ও সরকারের নিপীড়নের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। স্বজনরা মানবিক-মানুষের কল্যাণে নিবেদিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি রমজান আলী মুক্তি। বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান খান বাবুল, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক রাজিব আহমেদ, সুজন দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বজন তাসাদদুর করিম, শামীম আনোয়ার প্রমুখ।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম