Logo
Logo
×

সারাদেশ

সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের নিচে আগুন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৮:৫৯ পিএম

সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের নিচে আগুন

মহানগরের রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের একটি কক্ষে হঠাৎ শব্দ করে আগুন লেগে যায়। এ সময় খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের একটি টিম দ্রুত ছুটে এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে নেভানোর কাজে পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিসেলসের দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হয়েছে। দুই দলের ফুটবলাররা বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামে পৌঁছান। মাঠে যখন ফুটবলাররা ওয়ার্মআপ করছিলেন তখনই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় দুর্ঘটনা না ঘটায় যথাসময়েই ম্যাচ হয়।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম