Logo
Logo
×

সারাদেশ

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস ছেলেসহ কারাগারে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১০:৪৯ পিএম

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস ছেলেসহ কারাগারে

নাটোরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলীকে পুকুর থেকে মাছ চুরি ও মারপিটের মামলায় মঙ্গলবার বিকালে ছেলেসহ কারাগারে পাঠিয়েছেন বিচারক।

বাগাতিপাড়া আমলি আদালতের বিচারক মো. মোসলেম উদ্দিন আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কারাগারে পাঠালেও তার স্ত্রীকে জামিন প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা নাটোরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলীর সঙ্গে প্রতিবেশী মৃত এসএম আবুল কালাম আজাদের পরিবারের একটি পুকুর নিয়ে বিরোধ রয়েছে। চলতি বছরের ৩ জানুয়ারি সকাল ৭টায় অধ্যাপক ইউনুস আলী লোকজন নিয়ে আনুমানিক দেড় মণ রুই, কাতল ও মৃগেল মাছ ধরে বাড়ি নিয়ে যান। বিষয়টি জানতে পেরে মৃত এসএম আবুল কালাম আজাদের স্ত্রী সেলিনা বানু ডেজি, তার মেয়ে সাদিয়া আফরিন, দেবর এসএম হুমায়ুন কবির ও দেবরের স্ত্রী নাজমুন নাহার মিতাসহ অন্যদের নিয়ে প্রতিবাদ জানাতে ইউনুস আলীর বাড়িতে যান।

এ সময় অধ্যাপক ইউনুস আলী (৬৫), তার স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য ফরিদা পারভীন (৬০) ও তাদের ছেলে ইফতেখার রহমান সৌরভ (২৮) বাদীসহ অন্যদের ওপর হামলা করে মারপিট করে। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে মারপিট করার পাশাপাশি বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। অধ্যাপক ইউনুস আলী ও তার ছেলে হামলার সময় বাদীর সোনার চেইন ছিঁড়ে নেয় এবং পরনের পোশাক ও চুল ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে বলেও বাদী মামলায় উল্লেখ করেন। ঘটনার পর অভিযুক্তরা আদালত থেকে জামিন নিয়েছিলেন।

মঙ্গলবার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে আসলে আদালতের বিচারক পিতা-পুত্রের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলার আসামিপক্ষের সিনিয়র আইনজীবী সুখময় রায় বিপলু যুগান্তরকে জানান, পুকুর নিয়ে বিবাদের জের ধরে অধ্যাপক ইউনুস আলী প্রথমে মামলা করেন। পরে তার কাউন্টার মামলা হিসেবে সেলিনা বানু ডেজি মামলাটি দায়ের করেন। বিচারক এ মামলায় জামিনে থাকা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইউনুস আলী ও তার ছেলে সঙ্গীত প্রশিক্ষক ইফতেখার রহমান সৌরভকে কারাগারে পাঠিয়েছেন।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম