Logo
Logo
×

সারাদেশ

পল্লী বিদ্যুতের তারে স্বপ্নভঙ্গ সুরুজ মিয়ার

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম

পল্লী বিদ্যুতের তারে স্বপ্নভঙ্গ সুরুজ মিয়ার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের বাসিন্দা মো. সুরুজ মিয়ার পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ২০ লাখ টাকার পাঙ্গাস মাছ মরে গেছে। এতে সুরুজ মিয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। এই পুকুর পরিবারের আয়ের একমাত্র ভরসা।

পুকুরের যেদিকেই চোখ যায় শুধুই মরা মাছ। এছাড়া পুকুরের পাশে গর্ত করেও মরা মাছ মাটিচাপা দিয়ে রাখতে দেখা গেছে।

খবর পেয়ে সরেজমিন বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, নিজের পুকুরের মরা মাছের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন সুরুজ মিয়া। আর বলছেন- ৪৫ লাখ টাকা ঋণ করে দুইটি পুকুরে পাঙ্গাস মাছ চাষ করেছি। ২০ লাখ টাকার পাঙ্গাস মাছ মরে শেষ। কিভাবে দোকানের বিল দিব এবং ঋণ পরিশোধ করব? পরিবারের লোকজন ও ঋণের বোঝা মাথায় নিয়ে এখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার কোমারগাতা ইউনিয়নের পাথালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. সুরুজ মিয়া পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনে স্বপ্ন দেখেন। এজন্য ঋণের মাধ্যমে দুই একর জমিতে পুকুর করে ৪৫ লাখ টাকা খরচ করে পাঙ্গাস মাছ চাষ করেছিলেন। এক সপ্তাহের মধ্যে ওই মাছ বিক্রির স্বপ্ন দেখছিলেন সুরুজ। কিন্তু তার সেই স্বপ্ন পূরণের আগেই চলতি মাসের ২৮ মার্চ (মঙ্গলবার) বিকালে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়লে নিমিষেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে সুরুজ মিয়া যুগান্তরকে বলেন, বড় আশা নিয়ে ঋণ করে দুই পুকুরে মাছ চাষ করেছিলাম। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পাথালিয়া গ্রামে বিদ্যুৎ অফিসের লোকজন লাইন ঠিক করতে এসেছিলেন। একপর্যায়ে আমার পুকুরের পাশের খুঁটির বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে। খবর পেয়ে বিদ্যুতের লোকজনকে জানালে তারা সেই তার ঠিক করে দেয়। আমিও বাড়িতে চলে আসি। আধঘণ্টা পর পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের মাছ মরে ভাসতে শুরু করেছে। পরে এক ঘণ্টার মধ্যে আমার অর্ধেক মাছ মরে শেষ।

সুরুজ মিয়া আরও বলেন, বুধবার সকালে এসে দেখি দুই পুকুরের মাছ মরে পানিতে সাদা হয়ে গেছে। আমি নিরুপায় হয়ে আশপাশের লোকজন ডাকি। পরবর্তীতে আমি ইউএনও এবং বিদ্যুৎ অফিসে গিয়ে অফিসারকে বিষয়টি জানাই। 

স্থানীয় বাসিন্দা সোহাগ, মোস্তাফিজুর, শুভ, লাইলী বেগম, ছাবেকুরনেছা বলেন, বিদ্যুতের লোকজনের অবহেলায় এত বড় ক্ষতি হয়েছে। আমরা তার ক্ষতিপূরণ চাই।

পুকুরের মাছ মরা প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন জানান,
প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটনাটি ঘটেছে। পুকুরের মালিক অফিসে এসেছিলেন। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে। 

উল্লেখ্য, সুরুজ মিয়ার দুইটি পুকুরে ৬০০ মণ মাছ ছিল। বিদ্যুতের তার পড়ে তাৎক্ষণিকভাবে ৩২০ মণ মাছ মারা যায়। দুই হাজার টাকা মণ হিসেবে কিছু মাছ বিক্রি করতে পারলেও ব্যাপারীরা অসুস্থ মাছ কিনতে চাইছেন না।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম