মেলা থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে বাড়িতে আনে কলেজছাত্র, অতঃপর...
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১১:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রহ্মপুত্র নদের স্নান মেলা থেকে ফেরার পথে বিয়ের আশ্বাস দিয়ে স্কুলছাত্রীকে বাড়িতে নিয়ে আসে এক কলেজছাত্র। পরে বিয়ের দাবিতে স্কুলছাত্রী এখন কলেজছাত্রের বাড়িতেই অবস্থান নিয়েছে।
ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য রাঘবপুর গ্রামে। ঘটনার পর থেকেই কলেজছাত্র পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার নবম শ্রেণির এক ছাত্রী বুধবার সন্ধ্যায় ফুলছড়ি উপজেলা সদরের ব্রহ্মপুত্র নদে স্নান মেলা (বান্নী মেলা) থেকে ফেরার পথে সাঘাটা ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র স্বপন মিয়া বিয়ের আশ্বাস দিয়ে নিজ বাড়ি বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামে নিয়ে যায়। এরপর স্বপন মিয়া পরিবারের চাপে স্কুলছাত্রীকে বাড়িতে যেতে বলে; কিন্তু ওই ছাত্রী বাড়িতে না গিয়ে কলেজছাত্র স্বপনের বাড়িতেই অবস্থান নেয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্বপন মিয়ার বাড়িতে উৎসুক জনতা মেয়েকে এক নজর দেখতে ভিড় জমান। ঘটনার পর থেকেই কলেজছাত্র স্বপন মিয়া পলাতক।
ওই স্কুলছাত্রী জানায়, আমার সঙ্গে স্বপনের দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক। এর আগেও আমাকে এই বাড়িতে এনে শারীরিক মেলামেশা করেছে। বুধবার আমি ফুলছড়ি উপজেলার বান্নী মেলা থেকে ফেরার সময় সাঘাটা উপজেলার উল্লাবাজার থেকে তার বাড়িতে আনে। বিয়ের বিষয়টি জেনে গেলে পরিবারের চাপে স্বপন আমাকে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি আমরা শুনেছি। মেয়ের বয়স কম হওয়ায় পরিষদের পক্ষ থেকে ছেলে-মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মেয়ের পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
সাঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার জানান, এ বিষয়টি শুনেছি। মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়ায় আমি বিয়ের অনুমতি দিতে পারছি না। তাই মেয়ের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেবেন।
বোনারপাড়া পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
