রমজান শুধু সিয়াম সাধনা নয় বরং ব্যক্তির চরিত্রেও পরিবর্তন ঘটায়
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১১:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রমজান শুধু সিয়াম সাধনা নয় বরং ব্যক্তির চরিত্রেও পরিবর্তন ঘটায়। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখা আয়োজিত সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের এ কথা বলেন।
ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে জুনিয়র অফিসার মো. কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ-উননবী খোকন। প্রধান আলোচক ছিলেন গারাঙ্গীয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুহাম্মদ কুতুবউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুর মোহাম্মদ। আলোচনা সভায় চট্টগ্রাম বায়তুশ শরফের পিরে কামেল হযরত মৌলানা আবদু জব্বার (র:) ও ইসলামী ব্যাংক শাখা প্রতিষ্ঠার অবদানের কথা স্মরণ করা হয়। আলোচনা শেষে বাংলাদেশের শান্তি উন্নতি ও অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়।
