Logo
Logo
×

সারাদেশ

দুই বাসের পাল্লায় প্রাণ গেল যুবকের

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

দুই বাসের পাল্লায় প্রাণ গেল যুবকের

ঢাকার আশুলিয়ায় বাসচাপায় মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুটি বাস পাল্লা দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার পর বাস দুটি পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবোর ম্যাগপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান ঢাকা জেলার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুইটি বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় সেই বাস দুটির দ্রুতগতির কারণে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাস দুটিতে আগুন দেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জানান, নিহত মোটরসাইকেল আরোহীর লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা আশুলিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম